
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও বাজার ব্রিজের ওপরে পার্কিং করা গাংচিল পরিবহনের যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গাড়ির ভেতরে ঘুমন্ত অবস্থায় হেলপারের মৃত্যু হয়েছে।
নিহত হেলপার সাহাবির মিয়া লৌহজং উপজেলার পালগাঁও পাঠানবাড়ির সোহেল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে হঠাৎ বাসে আগুন দেখতে পান তারা।
ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এ সময় নিহতের মরদেহ উদ্ধার করে টঙ্গিবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত সেটি এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ওসি মহিদুর রহমান বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: