বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
৩ শাওয়াল, ১৪৪৬

ঘণ কুয়াশায় ঢেকে আছে চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:১০

শেয়ার

ঘণ কুয়াশায় ঢেকে আছে চুয়াডাঙ্গা
ছবি: বাংলা এডিশন

ঘণ কুয়াশায় ঢেকে আছে দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে কুয়াশার তীব্রতা। অনেকটা ঝিরিঝিরি বৃষ্টির মতো করে ঝরছে।

ঘণ কুয়াশার কারণে সড়ক মহাসড়কে দৃষ্টিসীমা কমে এসেছে। এমন পরিস্থিতিতে সড়ক-মহাসড়কে সকল ধরনের পরিবহন হেড লাইট জ্বালিয়ে ও নিয়ন্ত্রিত গতিসীমা বজায় রেখে চলচল করছে।

আল মামুন নামে এক চাকুরিজীবী বলেন, ‘কুয়াশার তীব্রতা এতো বেশি যে ৩০ ফিট সামনে কিছুই দেখা যাচ্ছে না। মনে হচ্ছে বৃষ্টি পড়ছে। খুব আস্তে-ধীরে বাইক চালাচ্ছি যাতে কোনো দূর্ঘটনা না ঘটে।’

বাস চালক দিদারুল ইসলাম বলেন, ‘হঠাৎ করেই অতিমাত্রায় কুয়াশা পড়া শুরু হয়েছে। ড্রাইভিং করাই কষ্টকর হয়ে যাছে। দূর্ঘটনা এড়াতে হেড লাইট ও নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাচ্ছি।’

এদিকে ঘণ কুয়াশা থাকলেও নেই শীতের তীব্রতা।

বুধবার সকাল ৬ টায় আবহাওয়া অফিস জেলার তাপমাত্রা রেকর্ড করেছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিলো ৮৯ শতাংশ।

banner close
banner close