
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা বলেছেন, "বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। অনেকের বয়স চল্লিশ পেরিয়ে গেছে অথচ আপনারা ভোট দিতে পারেননি। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়ন করতে আমরা আপনাদের কাছে এসেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নাই। আপনাদের সমস্ত দাবি বাস্তবায়নের জন্য আপনাদেরকে ধানের শীষের সাথে থাকতে হবে।"
১১ ফেব্রয়ারি (মঙ্গলবার) দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার দুর্গম চরাঞ্চল লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা আফরোজা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রাষ্ট্র অবকাঠামো মেরামতের ৩১ দফা জনসম্পৃক্তকরণ উঠান বৈঠকে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হান্নান মৃধার সভাপতিত্বে তিনি আরও বলেন, "এই মানিকগঞ্জে ধানের শীষ নিয়ে কিন্তু একটা স্লোগান আছে। তা হলো, 'মানিকগঞ্জের মাটি, ধানের শীষের ঘাটি।' এই স্লোগানকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই আপনাদের ধানের শীষে ভোট দিতে হবে এবং ধানের শীষের জন্য আপনাদের কাজ করতে হবে। গত ১৭ বছর আপনাদের চরাঞ্চলে কোনো উন্নয়ন হয়নি। তাই আপনাদের চরাঞ্চলে উন্নয়ন করতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এজন্য সকলেই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষের পাশে থাকতে হবে।"
রিতা আরও বলেন, "ফ্যাসিস্ট আওয়ামী লীগ ১৭ বছর আপনাদের কাছে আমাদেরকে আসতে দেয়নি। তারা রাতের আঁধারে ভোট ডাকাতি করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। আজ আমরা আপনাদের কাছে আসতে পারছি। আপনাদের সুখ দুঃখের কথা শুনতে পারছি।"
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট আজাদ খান ও এ্যাডভোকেট আ. ফ. ম. নূরতাজ আলম বাহার। জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মুঞ্জু সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাতেন, সহসাংগঠনিক সম্পাদক শফিক বিশ্বাস ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশিকুজ্জামান শিপুসহ জেলা ও উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুন: