
১২০ টাকা দিয়ে আবেদন করে পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৫ জন। সোমবার (১০ ফেব্রুয়ারি) মিরসরাই থানা পুলিশ এই ১৫ জনের নাম প্রকাশ করেছে এবং থানায় তাদের ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
নিয়োগপ্রাপ্তরা হলেন- শরিফ উদ্দিন, সাইফুল ইসলাম, ইরফান উদ্দির আবির, রেজাউল করিম, ফয়সাল আলম অয়ন, জয় বড়ুয়া অসীম, মো. সরওয়ার হোসেন, মো. সাকিবুল হাসান, দুর্জয় চন্দ্র দাশ, মাহমুদ হাসান মাহিন, সিজয় বড়ুয়া, শওকত আলী, আব্দুল্লাহ আল মাহমুদ ও নাজমা আক্তার।
উপজেলার মিরসরাই থানার বিভিন্ন ইউনিয়নে বাড়ি এই ১৫ জনের। এদিন মিরসরাই থানা প্রাঙ্গণে উচ্ছ্বসিত অবস্থায় দেখা যায় তাদের।
নিয়োগপ্রাপ্ত ওয়াহেদপুর ইউনিয়নের সাকিবুল হাসান অনুভূতি জানাতে গিয়ে বলেন, কনস্টেবল পদে বিজ্ঞপ্তি প্রকাশের পর একটা দোকানে গিয়ে আবেদন করি। এরপর আমাদের যাছাই-বাছাইয়ের দিনক্ষণ জানানো হয়। মৌখিক, লিখিত, শারীরিক, মানসিক ও মেডিকেল- সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আসলে চাকরিটা আমার খুব প্রয়োজন ছিল। মাত্র ১২০ টাকার বিনিময়ে সোনার হরিণ পাওয়ার চেষ্টা করি। অবশেষে সফল হয়েছি।
শরীফ, ইরফান, নাজমাসহ অন্যরা জানান, তারা দেশ ও জাতির জন্য কাজ করতে চান। সরকার তাদের ওপর যে দায়িত্বভার দিয়েছে তার যথাযথ মূল্যায়ন করে দেশ ও মানুষের সেবায় সারা জীবন কাজ করতে চান। চাকরী পেয়ে তারা অনেক খুশী।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও অনিয়ম-দুর্নীতিমুক্তভাবে এই ১৫ জন কনস্টেবল পদে চাকরি পেয়েছেন। চাকরি পেতে তাদের কারও কাছে ধরনা দিতে এমনকি কোনো টাকা-পয়সা লেনদেন করতে হয়নি। শুধু অনলাইনে আবেদন খরচ ১২০ টাকা, সেটাই লেগেছে।
সদ্য নিয়োগপ্রাপ্তদের সততার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শও দেন এই পুলিশ কর্মকর্তা।
আরও পড়ুন: