বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৩ জিলক্বদ, ১৪৪৬

সিরাজগঞ্জে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১৩:২৮

শেয়ার

সিরাজগঞ্জে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, আহত ২০
বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ। বাংলা এডিশন

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির সম্মেলন প্রস্তুতি সভা ও কার্যালয়ে প্রবেশকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি), দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির কার্যালয়ে ২ ও ৬ নম্বর সংসদীয় আসনের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডক্টর এম.এ মুহিত সভার কার্যক্রম শুরু করলে এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সারোয়ার তার সমর্থকদের সঙ্গে দলীয় কার্যালয়ে প্রবেশ করতে যায়। এতে ডক্টর এম এ মুহিত এর সমর্থকরা বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি, ধাওয়া পালটা ধাওয়ার একপর্যায়ে উভয়পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় গোলাম সারোয়ারসহ উভয়পক্ষের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হয়।

banner close
banner close