বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৩ জিলক্বদ, ১৪৪৬

চুয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় দুইজনের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৫০

শেয়ার

চুয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় দুইজনের মৃত্যু
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় সড়ক দূর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে নাহিদ এবং একই এলাকার সেলিম উদ্দিনের ছেলে সুইট।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলযোগে রঘুনাথপুর থেকে বাস্তপুরের দিকে যাচ্ছিলেন নাহিদ ও সুইট। তারা বাস্তপুর এলাকার কামারের দোকানের সামনে পৌঁছালে, দাড়িয়ে থাকা একটি ট্রাক্টরের টলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

 

 

 

banner close
banner close