
কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের গেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ ছাত্ররা।
এর আগে গাজীপুরে ছাত্রজনতার ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে শনিবার রাত ৭টার দিকে কুষ্টিয়া শহরের রাজারহাট এলাকা থেকে মশাল মিছিল বের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি।
এরপর তারা মশাল মিছিল নিয়ে শহরের এনএস রোড, বড়বাজার, মজমপুর মোড় হয়ে এসপি অফিসের গেটের সামনে যান। এ সময় প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।
পরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ ঘটনাস্থলে আসেন এবং ছাত্রদের সাথে কথা বলেন। ছাত্রদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে আশ্বাস দিলে ছাত্ররা সড়ক ছেড়ে চলে যান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির কুষ্টিয়ার নেতাকর্মীরা বলেন, ‘গাজীপুরে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা হামলা করেছে। কুষ্টিয়ায় ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আন্দোলকারীদের হত্যা ও হত্যাচেষ্টা মামলার আসামিদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করছে না। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত স্বৈরাচারীর হাসিনার দোসরদের দ্রুত গ্রেফতার করতে হবে।’
এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, ‘ছাত্রদের অভিযোগগুলো শুনেছি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখব। এ ছাড়া সকল অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্যসচিব মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির কয়েকশ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: