বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৩ জিলক্বদ, ১৪৪৬

বিএনপি নেতার বিরুদ্ধে সড়কের গাছ বিক্রির অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১৯:১৯

শেয়ার

বিএনপি নেতার বিরুদ্ধে সড়কের গাছ বিক্রির অভিযোগ
কোলাজ: বাংলা এডিশন

চুয়াডাঙ্গার জীবননগরে সড়কের পাশে লাগানো সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে বিএনপি নেতা হোসেন রহমানের বিরুদ্ধে। অভিযুক্ত হোসেন রহমান আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি।

গাছ চুরির ঘটনায় হোসেন রহমানসহ তিনজনকে আটক করে পুলশে দিয়েছে স্থানীয়রা। অপর দুই আটককৃত হলেন, পাঁকা গ্রামের কাঠ ব্যবসায়ী আবু তালেব ও একই গ্রামের মো. মোতালেব হোসেন।

শনিবার সকালে উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের শাহপুর-সাবদালপুর সড়কে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করায় রানা মাহামুদ নামে এক যুবককে বেধড়ক মারধর করেছে হোসেন রহমানের লোকজন। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

শাহপুর-সাবদালপুর সড়কের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো আছে। এর মধ্যে ৩টি কটুই চটকা গাছ ছিল। যা ৪৫ হাজার টাকায় আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হোসেন রহমান বিক্রি করে দেন কাঠ ব্যবসায়ী আবু তালেবের কাছে।

শনিবার সকালে আবু তালেবসহ ৪-৫ জন গাছ কাটতে আসেন। গাছ কাটা শুরু করলে তখন স্থানীয় জনতা তাদের বাধা দেন। তখন সে বিএনপির নেতা হোসেন রহমানের কাছ থেকে গাছ কিনেছেন বলে জানান।

স্থানীয়রা ক্ষুদ্ধ হয়ে ফোনে হোসেন রহমানকে ঘটনা সম্পর্কে জানান এবং কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে আসেন তিনি। তখন স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশকে খবর দেন।  

জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘সকালে গাছ কাটার সময় ৩ জনকে ধরে শাহপুর পুলিশ ক্যাম্পে সোপর্দ করে স্থানীয়রা। পরে তাদের থানা হেফাজতে নেয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।’

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি মামুন হোসেন।

এ বিষয়ে উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘শনিবার আন্দুলবাড়িয়া ইউনিয়নে সড়কের পাশে সরকারি গাছ কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে কাটা গাছগুলো জব্দ করেছি আমরা। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

banner close
banner close