বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৩ জিলক্বদ, ১৪৪৬

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ওসিকে বরখাস্তের ঘোষণা, গ্রেফতার ১৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১৮:৫২

শেয়ার

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ওসিকে বরখাস্তের ঘোষণা, গ্রেফতার ১৬
ছবি: সংগৃহীত

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের ওপর হামলার খবর জানানোর পরও তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হতে ব্যর্থ হওয়ায় গাজীপুর সদর থানার ওসি মো. আরিফুল ইসলামকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খান।

পুলিশ কমিশনার শনিবার বিকেলে মহানগরীর রাজবাড়ী রোডে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে গিয়ে বক্তব্য দেয়ার সময় এ কথা জানান।

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত আ ক ম মোজাম্মেল, রাসেল ও জাহাঙ্গীরসহ আওয়ামী দোসর ও হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। শনিবার দুপুরে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে তারা এই দাবি জানান।

 

 

banner close
banner close