
অভ্যন্তরীণ কোন্দলের জেরে যুবদল ও মূলদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে ইউনিয়ন বিএনপির ২ নেতা ও এক সমর্থক সহ তিনজন গুরুতর আহত হয়।
শুক্রবার (৭ ফেব্রুয়ারী) ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন রাজাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক (সাবেক) লাউদ্দিন সরকার, লাউদ্দিন বর্তমান মূলদলের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক প্রত্যাসী। মূল দলের ওয়ার্ড সাধারণ সম্পাদক রুহুল আমিন মাতাব্বর, ও বিএনপি দলীয় সমর্থক সজিব গুরতর আহত হয়। আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
আহত লাউদ্দিন সরকার কে আশংকা জনক হওয়ায় শনিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন চিকিৎসক।
আহত রুহুল আমিন মাতাব্বর বলেন পুর্বপরিকল্পনামতো ছাত্রদলের সভাপতির নেতৃত্বে হাসান ও হাসনাইন আমাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় আমরা তিনজন আহত হই।
এ বিষয়ে অভিযুক্ত হাসান বলেন আমাদের সাথে উপরের নেতাদের সাথে কথা হয়েছে, আমাদের নেতা হাফিজ ইব্রাহিম, রাজিব আহসান ও মজিবুর রহমান সরোয়ার ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলম কে রিকমান্ড করেছেন। অন্য সাংবাদিক এ বিষয়ে সংবাদ প্রকাশের চেষ্টা করলে তা বন্ধ করা হয়েছে, আপনার সংবাদ প্রকাশ করতে হবে কেন? ওরা থানায় গিয়েছে মামলা দায়ের করতে তারা পারেনি আমরা কারা ওরা এখন বুঝেছেন। আপনি বারাবাড়ি কইরেন না।
রাজাপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মো রবেল বলেন অনাকাঙ্ক্ষিত এ তুচ্ছ ঘটনার জন্য তারা দায় এড়াতে পারে না।
এ বিষয় রাজাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান বেপারী জানান সিনিয়র নেতা কর্মিদের উপর ছাত্রদল সভাপতি নেতৃত্বে হামলা করাটা দুঃখজনক, উল্লেখিত বিষয়টির জন্য উপজেলা ও জেলা নেতৃবৃন্দ ইউনিয়ন ছাত্র দলের কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বলেন ইউনিয়ন পরিষদের অভ্যন্তরে তুচ্ছ ঘটনায় আমাদের দুজন ইউনিয়ন নেতা ছাত্রদল কর্তৃক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে মর্মে জানতে পেরেছি। বিষয়টি ছাত্রদল নেতৃত্ব দিয়েছে কিনা তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ভাবে ব্যাবস্থা নেয়া হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক রাইসুল আলম বলেন আমি সহিংসতার ঘটনা শুনেছি, আহতদের খোঁজ নিতে আমাদের নেতাকর্মীরা হাসপাতালে গিয়েছেন। এ বিষয়ে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে ব্যাবস্থা নিবে বলে আশা করছি।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাসনাইন পারভেজ বলেন ঘটনার প্রেক্ষিতে কোন পক্ষের অভিযোগ পাইনি, অভিযোগ আসলে প্রচলিত আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: