বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৩ জিলক্বদ, ১৪৪৬

হরিরামপুরে পাটগ্রাম অনাথবন্ধু স্কুল উৎসব অনুষ্ঠিত

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:১৭

শেয়ার

হরিরামপুরে পাটগ্রাম অনাথবন্ধু স্কুল উৎসব অনুষ্ঠিত
পাটগ্রাম অনাথবন্ধু স্কুল উৎসব। বাংলা :এডিশন

মানিকগঞ্জের হরিরামপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পাটগ্রাম অনাথবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মিলনমেলা ও ক্রিকেট মৌসুম-১০ উপলক্ষে " পাটগ্রাম অনাথবন্ধু স্কুল উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

৭ ফ্রেরুয়ারি (শুক্রবার) সকাল ৭টায় উপজেলার প্রাণকেন্দ্র পাটগ্রাম মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ স্কুল উৎসবের শুভ উদ্বোধন করা হয়।

জানা যায়, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র- ছাত্রীদের আয়োজনে ক্রিকেট মৌসুম-১০ এ প্রাক্তন ও বর্তমান  এসএসসি ব্যাচের মোট ২৮টি ব্যাচ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহণ করে। এতে ১৯৯৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এসএসসির ব্যাচ অংশগ্রহণ করে।

বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান ও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জালাল উদ্দীন।
ক্রিকেট মৌসুম ১০ চ্যাম্পিয়ন হয় উদ্দীপ্ত-১৫ আর রানারআপ অর্নিবান-১৮।

banner close
banner close