বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৩ জিলক্বদ, ১৪৪৬

সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:২৩

শেয়ার

সিরাজগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বড়হর ইউনিয়নের সহ-সভাপতি রায়হান আলীকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের শ্রীকোলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ছাত্রলীগ নেতা রায়হান উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের তিওরহাটি গ্রামের বাসিন্দা।

উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের শ্রীকোলা থেকে নিষিদ্ধ সংগঠনের ইউনিয়ন সহ-সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। তার নামে উল্লাপাড়া মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।’

শুক্রবার রায়হানকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান ওসি রাকিবুল হাসান।

banner close
banner close