
পটুয়াখালী জেলা পরিষদ চত্বরে, সদর উপজেলা পরিষদ চত্বরে ও পটুয়াখালী র্যাব ক্যাম্প সংলগ্ন শেখ মুজিবের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ সময় শেখ রাসেল শিশু পার্কের সামনে থাকা শেখ রাসেলের ম্যুরালটিও গুঁড়িয়ে দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেছেন। এ সময় ছাত্রদল ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
ম্যুরাল গুঁড়িয়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেয়া সমন্বয়ক সজিবুল ইসলাম সালমান। তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে পটুয়াখালীর বিভিন্ন স্থানের মুজিব ম্যুরালের কবর রচনা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এখন পর্যন্ত চারটি ভাঙ্গা হয়েছে।’
এ বিষয়ে মুঠোফোনে জেলা আওয়ামিলীগের নেতা-কর্মীদের সাথে কথা বলতে চাইলে তারা বক্তব্য দিতে রাজি হয়নি।
আরও পড়ুন: