
দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় আবারো জেঁকে বসেছে শীত। বেশ কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ ওঠানামা করছে। এক দিনের ব্যবধানে জেলার তাপমাত্রা কমেছে অন্তত ৫ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার সকাল ৬টায় চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার জেলার তাপমাত্রা রেকর্ড করেছে ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।
এদিকে সকাল ৯ টায় আবহাওয়া পর্যবেক্ষণাগার জেলার তাপমাত্রা রেকর্ড করেছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিলো ৬৪ শতাংশ।
বৃহস্পতিবার সকাল ৬টা ও ৯টায় চুয়াডাঙ্গায় ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। সে হিসেবে ১ দিনের ব্যবধানে জেলার তাপমাত্রা কমেছে ৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
বেলা বাড়ার সাথেসাথে সূর্যের দেখা মিললেও হিমেল হাওয়ার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। শীতে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন নিন্ম আয়ের খেটে খাওয়া মানুষ।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার জানিয়েছে, জেলার তাপমাত্রা আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত কমতে পারে। এরপর আবারো তাপমাত্রা বাড়বে।
তবে আর কোনো শৈতপ্রবাহের আভাস দেয়নি চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস।
আরও পড়ুন: