
ছবি: বাংলা এডিশন
শেখ হাসিনার ভাগ্নে ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নগরীর কালীবাড়ি রোডের বাড়ি ভাঙচুরের পর এবার সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর নগরীর বাসভবনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বুধবার রাত দুইটার দিকে শত শত বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা চালিয়ে বাড়ির আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে।
পরে রাত ২টা ১৫ মিনিটের দিকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়ার কাজ শুরু করা হয়।
আমির হোসেন আমুর এ বাড়িটি বরিশাল নগরীর হোয়াইট হাউজ নামে সবার কাছে পরিচিত ছিল।
এর আগেও গত বছরের ৫ আগস্টের পর এ বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরসহ অগ্নিসংযোগ করা হয়েছিলো।
আরও পড়ুন: