
আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য তোফায়েল আহমেদের ভোলার বাসভবনে আগুন দিয়েছে ভিক্ষোবকারিরা।
রাত ১১টার দিকে একটি ক্রেন ও একটি এক্সকাভেটরের (ভেকু) সাহায্যে ভাঙা শুরু হয় তোফায়েল আহমেদের বাড়ি। রাত সাড়ে ১২টা নাগাদ বাড়িটির একটি পাশ ভাঙা শেষ হয়।
সেখানে বিপুলসংখ্যক বিক্ষোভকারী স্বৈরাচার, ফ্যাসিবাদ, মুজিববাদ ও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।
৫ আগষ্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পরে ভোলায় আসেননি তোফায়েল আহমেদ।
ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেছেন। একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
তারই সুত্রধরে ভোলায় বিক্ষোব ও অগ্নিসংযোগ করা হয়েছে।
আরও পড়ুন: