
ছবি: সংগৃহীত
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। বুধবার রাত ৩টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘন কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে বুধবার রাত ৩টা ৩০ মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। ফেরি কপোতাক্ষ ও মহান্দা গাড়ি লোড নিয়ে শরীয়তপুর প্রান্তিকে নিরাপদে অবস্থান করছে।’
কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল আবারো স্বাভাবিক হবে বলেও জানান ইকবাল হোসেন।
আরও পড়ুন: