
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেরপুরের ৩টি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থীতা বাছাই করেছে জামায়াতে ইসলামী।
৫ ফেব্রুয়ারী শেরপুর জেলা জামায়াতের প্রচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
৩ টি আসনে সম্ভাব্য প্রার্থীরা হলেন শেরপুর সদর-১ আসনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর ২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ইসলামী ছাত্রশিবির এর সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মু. গোলাম কিবরিয়া ভিপি ও শেরপুর৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব নুরুজ্জামান বাদল।
শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: