বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৩ জিলক্বদ, ১৪৪৬

চট্টগ্রামের মিরসরাইয়ে জনদুর্ভোগ লাগবে খাল খননের কাজ শুরু, জনমনে স্বস্তি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১৭:০২

শেয়ার

চট্টগ্রামের মিরসরাইয়ে জনদুর্ভোগ লাগবে খাল খননের কাজ শুরু, জনমনে স্বস্তি
ছবি: বাংলা এডিশন
চট্টগ্রামের মিরসরাইয়ে দীর্ঘদিন পর গোভনিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার সরকারটোলা এলাকায় খালের কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিন। এতে আশার আলো জাগিয়েছে কয়েক হাজার মানুষের।
 
সারেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরে এই খাল খনন না করার ফলে অনেকাংশে ভরাট হয়ে যায়। জানা গেছে গত কয়েক বছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে খালে পানি চলাচল না করায় গোভনীয়া, মায়ানী, মঘাদিয়ার কয়েকটি গ্রাম প্লাবিত হয়ে যায়। গত বছর আগস্ট-সেপ্টেম্বরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয় পুরো এলাকা। 
 
এদিকে দীর্ঘদিন পর খাল খননের উদ্যোগ নেয়ায় স্থানীয়দের স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে।
 
ফেনাপুনী এলাকার বাসিন্দা শিহাব উদ্দিন শিবলু বলেন, আমাদের এই গ্রাম সামান্ন বৃষ্টিতে প্লাবিত হয়ে পড়ে। দীর্ঘদিন খননের অভাবে খালটি অনেকাংশে ভরাট ও দখল হয়ে যায়। আমি উপজেলা প্রশাসনের কাছে দাবী জানাবো তারা যেন খাল খননে অনিয়ম রোধে তদারকি ও দখল হয়ে যাওয়া খাল যেন উদ্ধার হয়।
 
এসময় কাজের উদ্বোধনে আরো উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, বিএডিসি মিরসরাই (ক্ষুদ্রসেচ) উপ-সহকারী প্রকৌশলী জাহিদ হাসান, মঘাদিয় ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আলাউদ্দিন, বিএনপি নেতা সাইফুর রহমান সাইফুল, থানা যুবদল নেতা এস এম সুমন, ইউনিয়ন যুব দলের সদস্য সচিব মমিনুল ইসলাম প্রমুখ।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজ জেরিন বলেন, মিরসরাই অনেক এলাকায় সামান্য বৃষ্টি হলে পানি উঠে যায়। আমরা এসব খালের পুনঃখননের কাজের উদ্যোগ গ্রহণ করেছি। ক্রমান্বয়ে উপজেলার বিভিন্ন খাল পুনঃখননের উদ্যোগ নেয়া হবে।
banner close
banner close