বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৩ জিলক্বদ, ১৪৪৬

সরাইলে উপজেলা পর্যায়ে জেলা প্রশাসকের মতবিনিময় 

 সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:৫০

শেয়ার

সরাইলে উপজেলা পর্যায়ে জেলা প্রশাসকের মতবিনিময় 
মতবিনিময়। বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা'য় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সচেতনতা, বাল্যবিবাহ বন্ধ করণ বিষয়ে উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও নানা পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক।

বুধবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্টানের আয়োজন করা হয়। 

অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন-এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল হাসান, উপজেলা বিএনপি'র সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুর, শিক্ষক প্রতিনিধি ও বিএনপির সাবেক সাধারণত সম্পাদক আনোয়ার হোসেন মাষ্টার, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. এনামুল হক, সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: বদর উদ্দিন বদু, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন, মুক্তিযুদ্ধা মো. আনোয়ার হোসেন, ছাত্র প্রতিনিধি মো. ইফরান, সরাইল সদর চেয়ারম্যান আবদুল জব্বার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মনছুর আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন প্রমূখ।

 

banner close
banner close