বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৩ জিলক্বদ, ১৪৪৬

সরাইলে জমি নিয়ে বিরোধ: সংঘর্ষে দুইজনের প্রাণহানি

 সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১৬:৩৫

শেয়ার

সরাইলে জমি নিয়ে বিরোধ: সংঘর্ষে দুইজনের প্রাণহানি
সংঘর্ষে নিহত দুই। বাংলা এডিশন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন বিশুতারা গ্রামের মৃত ওমর আলীর ছেলে আজাদ মিয়া (৫৫) ও একই গ্রামের মিছির আলীর ছেলে আমানত মিয়া (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ভিটেবাড়ি নিয়ে চাচা আজাদ মিয়া ও ভাতিজা ইনসান মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে আজাদ মিয়া তার দোকান খোলার সময় প্রতিপক্ষের হামলার শিকার হন। ইনসান মিয়া ও তার লোকজন তাকে কুপিয়ে গুরুতর আহত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার প্রতিশোধ নিতে আজাদ মিয়ার পক্ষের লোকজন প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়। সংঘর্ষের একপর্যায়ে আমানত মিয়া বল্লমের আঘাতে নিহত হন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

banner close
banner close