
বেশ কয়েকদিন চুয়াডাঙ্গায় ছিলোনা শীতের তীব্রতা। তবে মঙ্গলবার থেকে আবারও কমতে শুরু করেছে তাপমাত্রা। একদিনের ব্যবধানে জেলার তাপমাত্রা কমেছে ৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি।
মঙ্গলবার সকাল ৬টায় চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার জেলার তাপমাত্রা রেকর্ড করেছে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
আর সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিলো ৭৮ শতাংশ।
এর আগে গতকাল সোমবার সকাল ৯টায় আবহাওয়া অফিস জেলার তাপমাত্রা রেকর্ড করে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা এক দিনের ব্যবধানে ৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে এসেছে।
এছাড়া ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি সকাল ৯টায় ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। যা দিনের বেলায় বেশ গরম অনুভূতি হয়।
এদিকে আবহাওয়া অফিস বলছে চুয়াডাঙ্গায় আবারও কয়েকদিন শীতের তীব্রতা বাড়বে। তাপমাত্রা আবারও ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার কমেও নামতে পারে। এ সময় রাতে শীতের তীব্রতা থাকলেও দিনের তাপমাত্রা বাড়বে।
এ প্রসঙ্গে চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণের জ্যৈষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান বলেন, আজ থেকে জেলার তাপমাত্রা কমতে শুরু করবে। যা কয়েকদিন যাবত ১০ ডিগ্রির নিচে বা তার আশপাশে থাকতে পারে।
আরও পড়ুন: