বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৩ জিলক্বদ, ১৪৪৬

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে দেশিয় অস্ত্রসহ আটক-২

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৫ ১৪:১৯

শেয়ার

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে দেশিয় অস্ত্রসহ আটক-২
দেশিয় অস্ত্রসহ আটক

ভোলা জেলার সদর উপজেলাধীন রাজাপুর এলাকা থেকে  মোঃ গিয়াসউদ্দিন ও হাসান নামে দুই দস্যুকে আটক করেছে  যৌথ বাহিনী।

বাংলাদেশ নৌ বাহিনী কন্টিনজেন্ট ভোলা ও র‍্যাব ৮ ভোলা ক্যাম্পের যৌথ আভিযানিক টিম তাদের আটক করে।

র‍্যাব ও নৌবাহিনীর পক্ষ থেকে শনিবার সকাল ১১ টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

গিয়াস উদ্দিন ও হাসান এর নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী স্থানীয় এবং সমুদ্রগামী জেলেদের ও জনসাধারণের সাথে অত্যাচার, জুলুম করে আসছে। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে একাধিক দস্যু মামলা চলমান রয়েছে।

গিয়াস ও হাসান অশ্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ১লা ফেব্রুয়ারী রাত ১:০০টা থেকে ভোর ৫:০০টা পর্যন্ত রাজাপুরে ৯ নং ওয়ার্ডের শ্যামপুর এলাকায় অভিযান চালায় র‍্যাব ৮ ও বাংলাদেশ নৌ বাহিনীর একটি আভিযানিক টিম।

=অভিযানে উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর এলাকার  মালেক বেপারির পুত্র হাসান ও সালে আহম্মেদ এর পুত্র গিয়াসউদ্দিন এর  নিকট  হতে ১ টি দেশীয় পাইপগান ১টি দেশীয় পিস্তল, ২টি তাজা কার্তুজ, ২ টি চাপাতি১টি ছুরি,ল্যাপটপও সিসিটিভি সরঞ্জাম সহ ৫ মোবাইল উদ্ধার সহ তাদের আটক করা হয়।

আটককৃত সন্ত্রাসীদেরকে জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

banner close
banner close