বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৩ জিলক্বদ, ১৪৪৬

পঞ্চগড়ে তাপমাত্রা ৯ ডিগ্রিতে, বইছে মৃদু শৈতপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:৫৪

শেয়ার

পঞ্চগড়ে তাপমাত্রা ৯ ডিগ্রিতে, বইছে মৃদু শৈতপ্রবাহ
ছবি: সংগৃহীত

হিমালয়ের কাছাকাছি অবস্থান হওয়ায় মৃদু শৈতপ্রবাহে তীব্র শীত অনুভূত হচ্ছে পঞ্চগড় জেলায়। বিশেষ করে উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমশীতল ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

শনিবার সকাল ৯ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এর আগে সকাল ৬টায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘনকুশায়ায় সড়ক-মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। কনকনে শীত অনুভূত হওয়ায় কাজে ব্যাঘাত ঘটছে খেটে খাওয়া মানুষের। হিমেল বাতাস আর কুয়াশার কারণে স্থবিরতা দেখা দেয় জনজীবনে।

এদিকে, শীতে বাড়তে শুরু করেছে বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে আউটডোরে ঠান্ডাজনিত রোগী বাড়তে শুরু করেছে। চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ প্রদান করছেন চিকিৎসকরা।

 

banner close
banner close