বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

চুয়াডাঙ্গায় ৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৫ ১৫:৫১

শেয়ার

চুয়াডাঙ্গায় ৪ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস 
৪ কোটি টাকার মাদক ধ্বংস। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে আটক করা বিপুল পরিমাণ মদ, ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন ধরনের ৪ কোটির বেশি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

বিজিবির কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল মারুফুল আবেদীনের নেতৃত্বে বুধবার সকালে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদর দফতরে এসব মাদক ধ্বংস করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৯ হাজার ২৭৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ৩ হাজার ১৬৩ বোতল মদ, ২০ বোতল বিয়ার, ১৭২.৩১ কেজি গাঁজা, ২০৯ পিস ইয়াবা, ৯ হাজার ৪৬১ কেজি হেরোইন, ২.৪৮০ কেজি কোকেন, ১১ হাজার ৬০ পিস নেশাজাতীয় ট্যাবলেট ও ১ হাজার ৬৯৬ পিস নেশাজাতীয় ইনজেকশন। যার আনুমানিক মূল্য ৪ কোটি ৭ লাখ ৭ হাজার ৭২৩ টাকা।

বিজিবি আরও জানায়, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত সময়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত থেকে এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি। 

প্রধান অতিথির বক্তব্যে বিজিবির কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন বলেন, যে পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে তা যথেষ্ট নয়। এর বাইরেও বিপুল পরিমাণ মাদক ধরার বাইরে রয়েছে। মাদক প্রবেশের মাধ্যমে যুবসমাজ ও জাতি ধ্বংসের পাশাপাশি দেশের অর্থও পাচার হচ্ছে। মাদক নির্মুলে সবাইকে সোচ্চার হতে হবে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান, বিজিবির ৫৮ ব্যাটালিয়নের পরিচালক অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম, ৬ বিজিবির সহকারি পরিচালক হায়দার আলী, মেহেরপুর জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল রানা, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস প্রমুখ।

banner close
banner close