বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৫ ০৯:১৬

শেয়ার

মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৩ জন।

নিহত ব্যক্তির নাম মো. সুমন।

বুধবার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া পাখির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সুমন কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে হুমায়ুন কবির বলেন, ‘কুমিল্লা থেকে গজারিয়া হয়ে ঢাকা যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। পথে বাউশিয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে আঘাত করে বাসটি উল্টে যায়। এতে একজন যাত্রী নিহত এবং ১৩ জন গুরুতর আহত হন। পুলিশ খবর পেয়ে আহত ও মরদেহ উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।’

এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন হুমায়ুন কবির।

banner close
banner close