বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

বিজিবির অভিযানে জব্দ কোটি টাকার ভারতীয় গরুর গোশত 

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৫ ১৭:২৭

শেয়ার

বিজিবির অভিযানে জব্দ কোটি টাকার ভারতীয় গরুর গোশত 
ভারতীয় গরুর গোশত জব্দ। বাংলা এডিশন
ভারত থেকে অবৈধভাবে আনা দুই হাজার ১৫০কেজি ভারতীয় গরুর গোশত জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৯ জানুয়ারি) সকালে বিজিবি-৩৯ ব্যাটালিয়ন থেকে এ তথ্য জানানো হয়।
 
এর আগে সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রামে অভিযান চালিয়ে এসব গোশত জব্দ করে বিজিবি।
 
বিজিবি জানায়, বুধবার ভোরে ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়নের ঝিনাইগাতীর হলদীগ্রাম বিওপি এলাকায়  সীমান্ত পিলার ১১১০/এমপি'র পাশে সমুশচূড়া গ্রাম হতে এসব গোশত জব্দ করা হয়। সেসময় চোরাকারবারীরা অভিনব পন্থায় ফ্রিজিং কাভার্ড ভ্যানযোগে ভারতীয় গরুর মাংস অবৈধভাবে নিয়ে আসছিলো। হলদীগ্রাম বিওপির বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে দুই হাজার ১৫০কেজি ভারতীয় গরুর গোশত জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য ৯৫ লাখ পাঁচ হাজার টাকা। এসময় ফ্রিজিং কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে কারবারিরা পালিয়ে যায়। 
 
হলদীগ্রাম বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আউয়াল বলেন, শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত  সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করছে। এমন অভিযান অব্যহত থাকবে।
 
banner close
banner close