বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

গাজীপুর মহানগরের কাঁচাবাজার আড়তে আগুন  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৫ ১১:০৫

শেয়ার

গাজীপুর মহানগরের কাঁচাবাজার আড়তে আগুন  
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকার কাঁচাবাজার আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তবে এরই মধ্যে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

বুধবার সকাল সোয়া ৮টার দিকে আগুন লাগার তথ্য জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।

তিনি বলেন, ‘বুধবার সকালে ভোগড়া বাইপাস এলাকায় গাজীপুরের সর্ববৃহৎ কাঁচাবাজার আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৮টা ২৫ মিনিটে খবর পেয়ে প্রথমে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ৮টা ২৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এ ছাড়া কোনাবাড়ী ফায়ার সার্ভিস ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটসহ ৬টি ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়।’

তিনি আরও বলেন, ‘কোনাবাড়ী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ভোগড়া ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের কর্মীরা ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।’

আগুনে বাজারের ১৪টি দোকান পুড়ে গেছে বলেও জানান মোহাম্মদ মামুন।  

banner close
banner close