বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

বিষটোপ দিয়ে অতিথি পাখি শিকার; যুবকের জেল

প্রতিনিধি, রাজশাহী

প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৫ ২১:৩৯

শেয়ার

বিষটোপ দিয়ে অতিথি পাখি শিকার; যুবকের জেল
মৃত অতিথি পাখিসহ যুবক আটক। ছবি: সংগৃহীত

রাজশাহীর পদ্মা নদীর চরে বিষটোপ দিয়ে অতিথি পাখি শিকারের দায়ে এক যুবককে তিনদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত যুবকের বাড়ি কাশিয়াডাঙ্গা থানার শ্রীরামপুর এলাকায়।

মঙ্গলবার নগরীর শ্রীরামপুর এলাকা থেকে লিটন হোসেন নামে এক যুবককে আটক করেন নৌপুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা। এ সময় তার কাছ থেকে চারটি মৃত পাতি তিলাহাঁস ও প্রায় ৩০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

নৌপুলিশের রাজশাহী অঞ্চলের পরিদর্শক উজ্জ্বল হোসেন জানান, লিটন বিষটোপর মাধ্যমে পাখি শিকার করেন। ভোরে তিনি মৃত পাখি নিয়ে চর থেকে আসবে এমন খবরে যৌথ অভিযান চালানো হয়। পরে তাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড দেয়া হয়। এসময় তার কাছ থেকে জব্দকৃত কারেন্ট জাল পোড়ানো হয়।

পাখি শিকারিদের ধরতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান বনবিভাগের বন্যপ্রাণি পরিদর্শক জাহাঙ্গীর কবির।

banner close
banner close