বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

কুষ্টিয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে রাজমিস্ত্রীকে হত্যার অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৫ ১৪:১৫

শেয়ার

কুষ্টিয়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে রাজমিস্ত্রীকে হত্যার অভিযোগ
ছবি: বাংলা এডিশন

কুষ্টিয়ার মিরপুরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে মহিন উদ্দিন নামে এক রাজমিস্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনদের বিরুদ্ধে। সোমবার দিবাগত রাতের যে কোনো সময় এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল সাতটার দিকে বিষয়টি জানাজানি হয়।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের ধলসা গ্রামের মাঠের মধ্যে এ ঘটনা ঘটেছে। মাঠের মধ্যের একটা শুকিয়ে যাওয়া পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মহিন উদ্দিন ধলসা গ্রামের মৃত মাজেদ প্রামাণিকের ছেলে। তার বাড়ি ধলসা বাজারের পাশে। তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন। সে প্রামাণিক গ্রুপের লোক৷ মহিন হত্যার ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহিনের মাথায় আঘাত করে ও মারপিট করে হত্যা করেছে প্রতিপক্ষ সর্দার গ্রুপের লোকজন। প্রামাণিক বংশ ও সর্দার বংশের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক দ্বন্দ্ব ছিল। আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে গত দুইমাস ধরে দুইপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। পূর্ব পরিকল্পিতভাবে সর্দার গ্রুপের লোকজন মহিনকে হত্যা করেছে। মহিন প্রামাণিক বংশের লোক।’

নিহতের পরিবার জানান, ‘পূর্ব পরিকল্পিতভাবে মহিনকে হত্যা করে পুকুরে ফেলে রাখে সর্দার গ্রুপের লোকজন। মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। রাতের যেকোনো সময় তাকে হত্যা করা হয়েছে। সকাল ৭টার দিকে পুকুরের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশের টিম আসে এবং লাশ উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের প্রত্যেকের ফাঁসি চাই।’

এ বিষয়ে কথা বলার জন্য সর্দার বংশের লোকজনের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, ‘ধলসা গ্রামের মাঠের মধ্যে মহিনের মরদেহ পড়ে ছিল। মরদেহে রক্তাক্ত আঘাত ও জখমের চিহ্ন রয়েছে। এটা একটা হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।’

banner close
banner close