
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা শিক্ষকসহ ২জন নিহত হয়েছে। নিহত অপরজন অটোরিকশা চালক।
বরিবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা বাসস্ট্যান্ডের সোশ্যাল ইসলামি ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুল শিক্ষক রহিদুল ইসলাম বগুড়া জেলার শেরপুর থানার সীমাবাড়ী ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের মৃত রমজান আলীর পুত্র এবং নিহত অটোরিকশা চালক সাহেব আলী একই গ্রামের মনছের আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরিবার বিকেলে একটি অটোভ্যান তিন যাত্রীসহ চান্দাইকোনা সোশ্যাল ব্যাংকের সামনে মহাসড়ক অতিক্রম করার সময় শাহ ফতেহ আলী পরিবহণের একটি গাড়ী অটোরিকশাটিকে ধাক্কায় দেয়। এই সময় অটোরিকশায় থাকা চালকসহ তিন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এসময় কর্তব্যরত চিকিৎসক স্কুল শিক্ষক রহিদুল ইসলাম ও চালক সাহেব আলীকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, ঘটনাস্থলে ইতিমধ্যে পুলিশ পাঠিয়ে ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: