বৃহস্পতিবার

১ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

মানিকগঞ্জে ‎কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ নজরুল

‎মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৫ ১৫:৫৬

শেয়ার

মানিকগঞ্জে ‎কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন উপদেষ্টা আসিফ নজরুল
পরিদর্শনে আইন উপদেষ্টা। ছবি : বাংল এডিশন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বিনোদপুর এলাকায় অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি পরিদর্শনে আসেন। 

‎পরিদর্শনকালীন সময়ে ড. আসিফ নজরুল প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্রদেরকে কারিগরি শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও বিদেশে কর্মসংস্থানের যোগানের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থাকে আরো সমৃদ্ধ এবং উন্নত করে গড়ে তোলার ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রাখার আহ্বান জানান।

‎পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জনাব রুহুল আমিন, মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা, সিংগাইর সার্কেল জোনের এএসপি নাজমুল হাসান, সিংগাইর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ হাজরা খাতুন, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, সিংগাইর থানার ভারপ্রাপ্ত অফিসার জাহিদুল ইসলাম, অত্র প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ সহ আরো অনেকেই।

banner close
banner close