
টেকনাফের পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত ১৫ জনকে উদ্ধার এবং ২ জন অপহরণকারীকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃতদের মধ্যে ৫ জন স্থানীয় ও শিশুসহ ১০ জন রোহিঙ্গা নাগরিক।
শুক্রবার দুপুরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যম কচ্চপিয়া এলাকার গহীন পাহাড়ের চূড়ায় অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার ও অপহরণকারীদের আটক করা হয়।
আটককৃত অপহরণকারীরা হলো- টেকনাফের বাহারছড়া কচ্চপিয়া করাচি পাড়ার মোঃ হারুন (২৫) ও নুর মোহাম্মদ (১৯)। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যম কচ্চপিয়া নুরুল ইসলাম মেম্বারের বসতবাড়ীর পিছনে গহীন পাহাড়ের চূড়ায় অভিযান চালায় টেকনাফ থানার একদল পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ১৫ জন অপহৃত এবং ২ জন অপহরণকারীকে আটক করে।
উদ্ধারকৃতরা জানান, ভিকটিমদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে ১৬/১৭ দিন যাবৎ ধাপে ধাপে উক্ত পাহাড়ে এনে মুক্তিপণ আদায়ের জন্য জোরপূর্বক আটকে রাখা হয়।
পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, পুলিশের অভিযানে ২ জন অপহরণকারী আটক হলেও আরো কয়েকজন পালিয়ে গেছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের কাজ চলছে।
আরও পড়ুন: