শুক্রবার

২ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ এর ব্যাটালিয়ন পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত 

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২৫ ১১:২৩

শেয়ার

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি-বিএসএফ এর ব্যাটালিয়ন পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত 
বিজিবি ও বিএসএফ পর্যায়ে আলোচনা সভা। বাংলা এডিশন

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি ও বিএসএফ এর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় ভারত ও বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর অন্তত ২৪ জন্য সদস্য অংশ নেন।

২৩ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে জেলার জীবননগর উপজেলার মেদিনীপুরের সীমান্তে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৫৮ বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আলোচনা সভায় বিজিবি এর পক্ষে নেতৃত্ব দেন ৫৮ ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম, পিএসসি ও এবং বিএসএফের ৩২ ব্যাটালিয়ন এর কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমার। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজিবি-বিএসএফ সৌভাগ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়া এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। 

আলোচনা শেষে উভয় ব্যাটালিয়ন কমান্ডার সীমান্ত পিলার ৬৪/৪-এস, ৬৩/৫-এস, ৬৩/৬-এস ও ৬৩/৭-এস সহ ৩৪ টি টি-পিলার পরিদর্শন এবং উক্ত পিলার সমুহের মধ্যবর্তী ০৩ কিঃ মিঃ রাস্তা জিরো লাইন ধরে হেটে পরিদর্শন করেন। 

আলোচনা সভার শেষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভবিষ্যতেও সুসম্পর্ক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বজায় রাখার অঙ্গিকার ব্যক্ত করেন।

banner close
banner close