
গাজীপুরের টঙ্গীতে একটি কারখানার টিফিন খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর সিংবাড়ি মোড় এলাকার বারাকা ফ্যাশন লিমিটেড নামক পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
অসুস্থ শ্রমিকদের রাতে টঙ্গী সরকারি হাসপাতাল ও গুটিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার প্রায় ১১ হাজার শ্রমিককে ওভারটাইমে কাজ করানোর জন্য রাখা হয়। রাত আটটার দিকে কারখানা কর্তৃপক্ষ তাদের টিফিন সরবরাহ করে। রাত সাড়ে ৮টার দিকে পোশাক শ্রমিকদের মাঝে টিফিন বিতরণ করা হলে এর পরই অসুস্থ হতে থাকেন শ্রমিকরা।
টঙ্গীর বারাকা ফ্যাশন লিমিটেড শ্রমিক মিলি বেগম বলেন, ‘রাত ৯টার দিকে আমিসহ আমার সাথে ১১জন একসাথে টিফিন খাচ্ছিলাম। হঠাৎ মাথা ব্যাথা ও বমি হচ্ছিল। কিছুক্ষন পর আমি অচেতন হয়ে গেছি। রাত ২টার পর আমি অনেকটা সুস্থ।’
বারাকা ফ্যাশন লিমিটেড কারখানার মানব সম্পদ বিভাগের কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, ‘শ্রমিকরা অসুস্থ হবার পর কারখানার ভেতরেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অসুস্থ শ্রমিকদের সংখ্যা বাড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. কাজী কাশফিয়া তাবাসসুম বলেন, ‘রাত ৩টা পর্যন্ত দেড় শতাধিক রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালে অতিরিক্ত ডাক্তার উপস্থিত থাকার কারণে সব রোগীরা সেবা পাচ্ছেন।’
গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক মো. ইসমাইল হোসেন বলেন, ‘অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে এরই মধ্যে বাড়ি ফিরে গেছেন বলেও জানান ইসমাইল হোসেন।
আরও পড়ুন: