শুক্রবার

২ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

মানিকগঞ্জে রাধারমণ জিউর মন্দিরে চুরি

প্রতিনিধি, মানিকগঞ্জ

প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৫ ১৬:১৬

শেয়ার

মানিকগঞ্জে রাধারমণ জিউর মন্দিরে চুরি
ছবি: বাংলা এডিশন

মানিকগঞ্জের হরিরামপুরে বলড়া ইউনিয়নের বলড়া গ্রামের শ্রী শ্রী রাধারমণ জিউর মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। এতে ৪ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ২শত বছরের পুরনো কষ্টিপাথরের মুর্তি চুরি হয়েছে বলে মন্দির কমিটি দাবি করেছে।

২১ জানুয়ারি ( মঙ্গলবার) মধ্য রাতের যে কোনো সময়  এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় ও মুন্দির কমিটি সূত্রে জানা যায়, বুধবার সকাল ৬টার দিকে পুরোহিত মহাদেব চক্রবর্তী মন্দিরের মূল দরজা খুলতেই দেখতে পান মন্দিরের ভেতরে থাকা মূর্তিগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পরে আছে। তাৎক্ষনিকভাবে মন্দিরের সেবায়েত গোপাল সাহাসহ অন্যান্যদের বিষয়টি জানালে সবাই ঘটনাস্থলে আসেন এবং রাধারমণ জিউর মন্দিরে এমন চুরির ঘটনায় সকলেই হতবাক হন ও সাথে সাথেই বিষয়টি পুলিশকে জানায়।

মহাদেব চক্রবর্তী জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা পর্যন্ত আমরা মন্দিরের ভেতর সজাগ ছিলাম। পরবর্তীতে ঘুমিয়ে যাই এবং সকাল ৬টায় মূল দরজা খুলে দেখতে পাই মন্দিরের ভেতরে থাকা মূর্তিগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। 

এছাড়াও মন্দিরের বামদিকের দরজার লক ভেঙে ৪ ভরি ওজনের রুপার নুপুর ও স্বর্ণালংকারের মধ্যে ৩টি টিপ, ২টি মুর্তির চোখ, নাক, মুখ ও স্বর্ণের ১ জোড়া খরম যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা এবং আনুমানিক ২শত বছরের পুরনো একটি কষ্টি পাথরের মূর্তি চুরি হয়।

মন্দিরের সেবায়েত গোপাল সাহা জানান, মন্দিরের নিরাপত্তার স্বার্থে ১০টি সিসি ক্যামেরা থাকলেও গত ২মাস যাবত সেটটি নষ্ট থাকায় তা মেরামত করতে দেয়া হয়েছে। আমাদের তীর্থপাঠে এমন দূর্ষর্ধ চুরির ঘটনা এই প্রথম। চুরির সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ মালামাল উদ্ধারের দাবি জানান।

এ ব্যপারে হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান জানান, মন্দিরে চুরির ঘটনা জানতে পেরে তাৎক্ষনিকভাবে বিষয়টি খতিয়ে দেখতে ফোর্স পাঠনো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

banner close
banner close