শুক্রবার

২ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

কুয়াশার কারণে পাটুরিয়া ও আরিচায় ফেরি চলাচল সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জানুয়ারি, ২০২৫ ০৮:৪৯

শেয়ার

কুয়াশার কারণে পাটুরিয়া ও আরিচায় ফেরি চলাচল সাময়িক বন্ধ
ছবি: সংগৃহীত

পদ্মায় ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

মঙ্গলবার সন্ধ্যার পর থেকে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। পরে মধ্যরাত সাড়ে ৩টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

অন্যদিকে যমুনা নদীতে ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌপথেও বন্ধ রয়েছে ফেরি চলাচল। নদীতে কুয়ার পরিমাণ বেড়ে যাওয়ায় মাঝ নদীতে শাহ আলী ও কিষানী নামের দুটি ফেরি নোঙর করে। পরে মধ্যরাত ২ টার দিকে নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বিআইডব্লিটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম নাসির চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় বুধবার মধ্যরাত থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।

নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে দুটি নৌপথে আবারো ফেরি চলাচল শুরু করা হবে বলেও জানান নাসির চৌধুরী।

banner close
banner close