শুক্রবার

২ মে, ২০২৫
১৮ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

লক্ষ্মীপুরে মেধাবী আশরাফুল স্বপ্ন বুনছে কৃষিতে

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৫ ১৬:০৯

আপডেট: ২০ জানুয়ারি, ২০২৫ ১৬:১১

শেয়ার

লক্ষ্মীপুরে মেধাবী আশরাফুল স্বপ্ন বুনছে কৃষিতে
আশরাফুল। বাংলা এডিশন

লক্ষ্মীপুর সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রসায়ন বিদ্যায় এবার প্রথমবর্ষ শেষ করেছে আশরাফুল। গুনছে দ্বিতীয় বর্ষের প্রহর। বাবা প্রবাসী হওয়ায় সংসারে নেই অভাবের ছোঁয়া। তবুও আশরাফের স্বপ্ন কৃষিতে। 

স্থানীয় প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ থেকে সে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়। ২২ বছর বয়সী এই তরুণের কৃষি উদ্যোগ ইতিমধ্যেই দিয়েছে আলোচনার জন্ম। প্রায় ৩শ শতক জমি লিজ নিয়ে কৃষি প্রকল্প শুরু করেছে সে। 

আল সাফি এগ্রো লিমিটেড নামে তার পরিচালিত একটি গবাদি পশু প্রজেক্টে বিনিয়োগ করা হয়েছে প্রায় ১৫ লাখ টাকা। যার পুরোটাই নিজস্ব অর্থায়ন। মাঠ ও উদ্যান ফসল হিসেবে ডাল,মরিচ,ধান,পেঁয়াজ,রসুনসহ মৌসুমি বিভিন্ন শাক সবজি চাষ করে সে। তার খামারে রয়েছে ৩টি ভেঁড়া, ৫টি ছাগল, শতাধিক দেশীয় হাঁস মুরগি এবং ১৫ টি ছোট-বড় গাভী ও ষাঁড়।

কথা হলে আশরাফুল ইসলাম বাংলা এডিশনকে বলেন, আমি উদ্যোগ নিয়ে প্রায় ৩শ শতক জমি লিজ নিয়েছি। সেখানে কৃষি প্রজেক্ট গড়ে তুলেছি। পরিশ্রম চালিয়ে যাচ্ছি। আশা বুনছি আপাতত। ফল ভালো হবে ইনশাআল্লাহ। 

তিনি আরও বলেন, তরুণদের জন্য আমার একটাই কথা- পড়াশোনা করে চাকরির জন্য বসে না থেকে সঠিক পরিকল্পনাসহ সঠিক গাইডলাইন অনুসরণ করলে ভালো কিছু করা সম্ভব।  

আশরাফুলের মা শারমিন আক্তার বলেন, ছেলেকে চাকরি করাবো না। সে উদ্যোক্তা হতে চায়। পড়াশোনা করে অন্যের অধীনে কলুরবলদ খাটার চেয়ে নিজে উদ্যোক্তা হওয়া সম্মানজনক।

খামার থেকে প্রাপ্ত দুধ আপাতত বাজারে বিক্রি না করলেও সেগুলো মেটাচ্ছে আশরাফুলের পরিবারের প্রয়োজনীয় দুগ্ধ চাহিদা। কুরবানির উপযোগী গরু প্রস্তুতকরণে মনোযোগী সে।

জেলা সদরের উত্তর হামছাদি ইউপির কাপিলাতলী গ্রামে জন্ম গ্রহণ করা আশরাফুল পড়াশোনায়ও বেশ এগিয়ে। বাবা মামুন অর রশিদ ও মা শারমিন আক্তারের ঘরে জন্ম গ্রহণ করা আশরাফুলের পুরো নাম আশরাফুল ইসলাম। দুই ভাই, এক বোন ও বাবা-মাসহ তাদের ছোট্ট সংসার। 

banner close
banner close