শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

মানিকগঞ্জে পদ্মায় বরশিতে ধরা পড়লো ৯ কেজি ওজনের বোয়াল, ১২ হাজার টাকায় বিক্রি

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৫ ১৩:২৫

শেয়ার

মানিকগঞ্জে পদ্মায় বরশিতে ধরা 
পড়লো ৯ কেজি ওজনের বোয়াল, ১২ হাজার টাকায় বিক্রি
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে হাজারি বরশিতে ৯ কেজির বোয়াল ধরা পড়েছে। রোববার মধ্যরাতে উপজেলার পদ্মা নদীতে বাসুদেব হালদার নামের জেলের হাজারি বরশিতে বোয়াল মাছটি ধরা পড়ে।

আন্ধারমানিক পদ্মাপাড় আড়তের জেলে ও আড়তদার জানান, ‘রোববার সন্ধ্যায় বয়ড়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামের বাসুদেব হালদার পদ্মা নদীতে হাজারি বরশি দিয়ে মাছ ধরতে যান। মধ্য রাতে বরশিতে বোয়াল মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য সোমবার আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে নিয়ে আসেন জেলে বাসু। ৯ কেজি ওজনের বোয়ালটি ১২ হাজার টাকায় বিক্রি হয়।’

মৎস্য শিকারী বাসুদেব হালদার জানান, ‘রোববার  মধ্যরাতে পদ্মায়  বরশি তোলার সময় বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। অবশেষে টেনে নৌকায় তুলতেই দেখতে পাই বড় একটি বোয়াল জালে আটকা পড়েছে। আজ সকালে সুবল দার আড়তে নিয়ে আসি। পরে ১২ হাজার  টাকায় বিক্রি করি।’

আড়তদার সুবল রাজবংশী বলেন, ‘পদ্মায় পানি কমে গেছে। এখন আড়তে মাছ কম। তবে মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড় মাছ ওঠে। আজ ৯ কেজির বোয়াল মাছটি আমাদের  আড়তে নিয়ে আসেন বাসু। হাকডাকে ১২ হাজার টাকায় বোয়ালটি আরেক আড়তদার হৃদয় রাজবংশী কিনেছেন।’

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, ‘হরিরামপুরে পদ্মায় মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড়, পাঙাস, রুই, কাতল মাছ ধরা পরে। আজও একটি বোয়াল ধরা পরেছে বলে শুনেছি।’

banner close
banner close