শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

মৃদু শৈতপ্রবাহ বইছে চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ২০ জানুয়ারি, ২০২৫ ১০:১৩

শেয়ার

মৃদু শৈতপ্রবাহ বইছে চুয়াডাঙ্গায়
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গার ওপর দিয়ে আবারো বয়ে চলেছে মৃদু শৈতপ্রবাহ। ভোরে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দেখা মেলে সূর্যের। উত্তরের ঢল থেকে নেমে আসা হিম শীতল বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে।

সোমবার সকাল ৬টায় চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার জেলার তাপমাত্রা রেকর্ড করেছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আদ্রতা ছিলো ৯৫ শতাংশ।

আর সকাল ৯ টায় আবহাওয়া পর্যবেক্ষণাগার জেলার তাপমাত্রা রেকর্ড করে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯১ শতাংশ।

আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মৃদু শৈতপ্রবাহ। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মাঝারি ধরনের শৈতপ্রবাহ বলা হয়। যদি তাপমাত্রা ৪ থেক ৬ ডিগ্রির মধ্যে থাকে তাকে তীব্র শৈতপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে তাকে বলা হয় খুব তীব্র শৈতপ্রবাহ। সে হিসেবে চুয়াডাঙ্গায় মৃদু শৈতপ্রবাহ বইছে।

একদিকে হাড় কাঁপানো শীত আর অন্যদিকে উত্তর দিক থেকে আসা কনকনে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন। কনকনে ঠান্ডায় গায়ে গরম কাপড় জড়িয়ে জীবন-জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছেন খেটে খাওয়া মানুষ।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তারা বলছেন, সূর্যের তাপ ভূপৃষ্ঠে নামতে বাধাগ্রস্ত হচ্ছে এবং উত্তরের হিমেল বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে।

banner close
banner close