শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

চুয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৫ ১৩:৪৬

শেয়ার

চুয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম
ছবি: বাংলা এডিশন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমারী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাতে উপজেলা শহরের তাঁতী শেডের পাশে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ছুটে এলে হেলমেট পরিহিত ওই দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি কাপড়পট্টির তাঁতী শেডের কাছে দাড়িয়ে এক জনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় হেলমেট পরা দুর্বৃত্তরা তাকে পিছন থেকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে ফেলে যায়।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। অপরাধীরা যেই হোক ছাড় দেয়া হবে না।’

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সুত্রে জানা গেছে, মাহবুবুর রহমানের ডান হাতের দুটি জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সেলাই দেয়া হয়েছে। তাছাড়া শরীরের কয়েকটি জায়গায় সামান্য আঘাতের চিহ্ন আছে।

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ পিন্টুকে সেনাবাহিনী আটক করে। নানা অপকর্মের কারণে পরে তিনি অপসারিত হলে মাহবুবুরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়।

বেশ কয়েকবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান।

banner close
banner close