শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

ফরিদপুরের নগরকান্দায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ওসিসহ ৬ পুলিশ আহত  

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৫ ১১:১৬

শেয়ার

ফরিদপুরের নগরকান্দায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ওসিসহ ৬ পুলিশ আহত  
ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামবাসীর সঙ্গে নগরকান্দা পৌরসভার মিরাকান্দার বাসিন্দাদের মধ্যে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের সময় ওসিসহ পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।

শনিবার এ ঘটনা ঘটে। রোববার ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংঘর্ষ থামাতে গিয়ে নগরকান্দা থানার ওসি সফর আলীসহ ছয়জন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় নগরকান্দা থানায় মামলা হয়েছে।

শনিবার রাতে এ মামলাটি দায়ের করেন নগরকান্দা থানার উপ-পরিদর্শক ইরানুল ইসলাম।

আসাদুজ্জামান বলেন, ‘এ মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এ ছাড়া আরও ৫০০ থেকে ৬০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মিরাকান্দা ও সলিথায় পুলিশের অভিযান শুরু হয়েছে।’

ইতিমধ্যে এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান আসাদুজ্জামান।

 

banner close
banner close