
২৪ ঘন্টার মাথায় ফের বরিশাল জেলার বাকেরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক সেনা সদস্যর স্ত্রী নিহত হয়েছেন। এসময় সেনা সদস্য ও তার আড়াই বছর বয়সী ছেলে গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
শুক্রবার রাত পৌনে নয়টায় ঢাকা-বরিশাল মহাসড়কে দুধলমৌ বাসস্ট্যান্ড সংলগ্ন সাইনবোর্ড নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন ঢাকা জেলার ধামরাই থানার বাসিন্দা ও লেবুখালী ক্যান্টনমেন্টের কর্মরত ল্যাঃ কর্পোরাল মোঃ বুলবুলের স্ত্রী হোসনে আরা (৩২) আহতরা হলেন বুলবুল (৩৫) ছেলে আদিয়ান বয়স ৩০ মাস।
আহত মোঃ বুলবুল ক্যান্টনমেন্টের ৪৪ বীর ইউনিটে ল্যাঃ কর্পোরাল কর্মরত রয়েছেন।
চাকরির কারণে তিনি দুধলমৌ এলাকায় সপরিবারে বাসা ভাড়া নিয়ে থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেনা সদস্য সপরিবারে মোটরসাইকেল যোগে লেবুখালী ক্যান্টনমেন্ট বাজার থেকে বাসায় যাওয়ার পথে দুধলমৌ বাসস্ট্যান্ড সংলগ্ন সাইনবোর্ড নামক স্থানে পটুয়াখালী থেকে ঢাকাগামী সাকুরা পরিবহন সেনা সদস্যর মোটরসাইকেল পিছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে সেনা সদস্যর স্ত্রী হোসনে আরা মারা যায়। বুলবুল মাথায় আঘাতপ্রাপ্ত হয় স্থানীয়রা উদ্ধার করে তাকে ও তার ছেলে আদিয়ানকে আহত অবস্থায় ইজি বাইক যোগে সিএমএইচ নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে রাত বারোটায় ঢাকা সিএমএইচ প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, বাসটি লেবুখালী ক্যান্টনমেন্টের সেনাবাহিনী জব্দ করেছে । তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: