শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

চকরিয়ার মাতামুহুরি নদীতে অবাধে চলছে বালু উত্তোলন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৫ ১৬:০০

শেয়ার

চকরিয়ার মাতামুহুরি নদীতে অবাধে চলছে বালু উত্তোলন
অবাধে চলছে বালু উত্তোলন। বাংলা এডিশন

চকরিয়ার মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে সেলু মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে বালু খেকোরা। রাতের অন্ধকারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচার করে আসছে। কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসন প্রায়সময় অভিযান চালালেও থেমে নেই বালু খেকোর দল। 

সর্বশেষ শুক্রবার (২০ জানুয়ারি) সকালে মাতামুহুরী নদীর চকরিয়া উপজেলার বমুবিলছড়ি পয়েন্টে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। এসময় ২টি সেলু মেশিন ও পাইপ জব্দ করা হয়েছে। জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা। এসময় ভ্রাম্যমান আদালতের সাথে ছিলেন- চকরিয়া থানা পুলিশ, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। 

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, মাতামুহুরীর নদীর বমুবিলছড়ি পয়েন্টে বালু খেকোর দল অবৈধভাবে বালু উত্তোলন করে পাচার করছে বলে খবর পেয়েছি। এই খবর পেয়ে শুক্রবার সকালে ওই এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভুমি) মো.এরফান উদ্দিনের নেতৃত্বে অভিযানে যায়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দ করা হয় ২টি সেলু মেশিন ও পাইপ। পরিবেশ সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

banner close
banner close