শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

কক্সবাজার সৈকতে খুলনার কাউন্সিলর রব্বানী খুন; এক নারীসহ আটক ৩

প্রতিনিধি, কক্সবাজার

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৫ ২১:৫৩

শেয়ার

কক্সবাজার সৈকতে খুলনার কাউন্সিলর রব্বানী খুন; এক নারীসহ আটক ৩
গোলাম রব্বানী টিপু। ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম রব্বানী টিপু হত্যাকান্ডের ঘটনায় এক নারিসহ তিনজনকে আটক করেছে কক্সবাজার জেলা পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারের পুলিশ সুপার রহমত উল্লাহ সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন এবং গ্রেফতার তিন জনই সরাসরি হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করেন তিনি। হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করার কথা জানিয়েছেন পুলিশ সুপার।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন জানান, আটক ৩ জনের মধ্যে একজন নারী রয়েছে। বিস্তারিত বুধবার সকালে সংবাদ সম্মেলন করে জানানো হবে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, ৩ জনকেই এক সাথে মৌলভীবাজার থেকে মঙ্গলবার বিকেলে আটক করা হয়েছে। তাদের কক্সবাজার আনা হচ্ছে।

উল্লেখ্য, ৫৪ বছর বয়সী টিপুকে বৃহস্পতিবার সন্ধায় কক্সবাজারের সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সী-গালের সামনের ফুটপাতে গুলি করে হত্যা করা হয়।

banner close
banner close