শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

ভোলাগঞ্জ রেলওয়ে সংরক্ষিত বাঙ্কারে গর্ত খুঁড়ে পাথর উত্তোলন: গর্ত ধসে একজনের মৃত্যু 

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৫ ১৫:৩৪

শেয়ার

ভোলাগঞ্জ রেলওয়ে সংরক্ষিত বাঙ্কারে গর্ত খুঁড়ে পাথর উত্তোলন: গর্ত ধসে একজনের মৃত্যু 
গর্ত ধসে একজনের মৃত্যু। বাংলা এডিশন

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার সংরক্ষিত এলাকায় পাথর তুলতে গিয়ে লিটন মিয়া ৩২) নামে পাথর লুট চক্রের সদস্য একজনের মৃত্যু হয়েছে। সে উপজেলার বাঘারপাড় গ্রামের নবী হোসেনের পুত্র। ১৩ জানুয়ারী সোমবার সকাল অনুমান  ৯টায় ভোলাগঞ্জ রেলওয়ে বাঙ্কারের এ ঘটনা ঘটে।

জানা যায়, গত ৫ আগষ্ট পরবর্তী থেকে বাধাহীন বিরামহীন গর্ত খুঁড়ে পাথর উত্তোলন হচ্ছে যা স্থানীয় প্রশাসনের কিছু কর্মকর্তা ও রাজনৈতিক দলের কয়েকজন প্রভাবশালী নেতাদের নেতৃত্বে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে সরকারি সম্পদ পাথর-বালু লোপাট হচ্ছে।  প্রতিদিনের মতো লিটন মিয়া গংরা তাহাদের দলের সাথে ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর তুলতে যায়। বাঙ্কার সংরক্ষিত এলাকার স্থাপনার নিচ থেকে পাথর উত্তোলন করার সময় উপর থেকে মাটি ধসে চাপা পড়ে। এসময় সে গুরুতর আহত হয়। পরে তার সাথে থাকা অন্যরা উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে আমরা লাশ উদ্ধার করি। লাশের ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

banner close
banner close