শুক্রবার

২ মে, ২০২৫
১৯ বৈশাখ, ১৪৩২
৪ জিলক্বদ, ১৪৪৬

ভয়ংকর রুপে ফিরবে ছাত্রলীগ!

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৫ ১৮:২৬

আপডেট: ১২ জানুয়ারি, ২০২৫ ১৮:২৯

শেয়ার

ভয়ংকর রুপে ফিরবে ছাত্রলীগ!
জীবননগর সরকারি মহিলা কলেজ এর ডিজিটাল বোর্ড

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর এবার চুয়াডাঙ্গায় একটি সরকারি কলেজের ডিজিটাল বোর্ডে 'ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু" লেখা ভেসে ওঠেছে। 

শনিবার সন্ধ্যায় জীবননগর সরকারি মহিলা ডিগ্রি কলেজের ডিজিটাল সাইনবোর্ডে এ লেখা ভেষে ওঠে। 

বিষয়টি নিয়ে ইতোমধ্যে উপজেলা শহরে সমালোচনা শুরু হয়েছে। বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এর প্রতিবাদ জানিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছে জীবননগর থানা পুলিশের একটি দল।

এ বিষয়ে জীবননগর সরকারি মহিলা কলেজের নাইটগার্ড হায়দার বাংলা এডিশনকে বলেন, আমার ডিউটি সন্ধ্যা ৬টা থেকে শুরু। আমি এর কিছু সময় আগে এসেছিলাম। পরে বিষয়টি দেখতে পেয়ে সবাইকে জানাই।  

এ প্রসঙ্গে জীবননগর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম  বলেন, এখানে এসব ঘটুক আমরা তো চাই না। ইউএনও মহাদয় কল করে আমাকে জানান। আমাদের এখান থেকে শুধু একটি তারের সংযোগ দেওয়া আছে, এর বাইরে আমাদের এখান থেকে নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা নেই। আমরা জানিই না এ বিষয়ে কি ঘটছে না ঘটছে। 

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বাংলা এডিশনকে জানান, ঘটনাটি শোনার পরেই আমরা কলেজে গিয়েছালাম। আমরা গিয়ে সাইনবোর্ডটি বন্ধ করে দিয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

 

banner close
banner close