শুক্রবার

২৬ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

কুষ্টিয়া ডিসি অফিসে বস্তিবাসীদের মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৫ ১৩:৪৫

শেয়ার

কুষ্টিয়া ডিসি অফিসে বস্তিবাসীদের মানববন্ধন
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন বস্তিবাসীরা। পুনর্বাসনের পূর্বে বস্তি উচ্ছেদ না করার জন্য তারা জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে দক্ষিনপাড়া বস্তির সর্বস্তরের বস্তিবাসীর ব্যানারে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ সময় তারা ‘উচ্ছেদ মানি না, মানবো না, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ মানি না, মরে যাবো, তাও জায়গা ছাড়বো না’ বলে স্লোগান দিতে থাকে।

কুষ্টিয়া শহরের হাউজিং সি ব্লক দক্ষিনপাড়া বস্তির জায়গার মালিকানা দাবি করছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। সম্প্রতি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ওই জায়গাটিতে বসবাসরতদের উচ্ছেদের জন্য নোটিশ পাঠিয়েছেন। একইসাথে ওই বস্তি এলাকায় মাইকিং করে উচ্ছেদের কথা বলা হচ্ছে। বস্তিবাসীদের জায়গা ফাঁকা করে দিতে বলা হচ্ছে।

মানববন্ধনে বস্তিবাসীরা বলেন, ‘প্রায় ৩৫ বছর ধরে ২৬১টি পরিবার আমরা সেখানে বসবাস করি। আমরা সবাই ভূমিহীন দরিদ্র মানুষ। কয়েকদিন আগে আমাদের বস্তি উচ্ছেদের নোটিশ দিয়েছে। আমরা কোথায় যাবো। মাথা গোজার কোনো জায়গা নেই আমাদের। আমরা উচ্ছেদ বন্ধের দাবি জানাচ্ছি। আমাদের বস্তিতে মাইকিং করা হচ্ছে- জায়গা ফাঁকা করার জন্য।’

তারা আরও বলেন, ‘আমাদের উচ্ছেদ করার আগে বিকল্প পূনর্বাসনের ব্যবস্থা করতে হবে। বিকল্প ব্যবস্থা করার আগে তারা উচ্ছেদ করতে চাই। এটা অমানবিক। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ আমাদের উচ্ছেদ করে দেয়ার জন্য উঠে পড়ে লেগেছে।’

উচ্ছেদ বন্ধের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন বস্তিবাসী।

এ বিষয়ে জাতীয় গৃহায়ণ কর্তৃ্ররপক্ষের উপ-পরিচালক আর এম সেলিম শাহনেওয়াজ বলেন, ‘বিষয়টি নিয়ে স্যারের সাথে কথা বলবো। আমি এখন ব্যস্ত আছি, মিটিংয়ে আছি।

এ বিষয়ে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, ‘এই বিষয় গুলোর সিদ্ধান্ত হাউজিং অথোরিটির। আমরা আমাদের পক্ষ থেকে বিষয় গুলো নিয়ে হাউজিং অথোরিটির সাথে যোগাযোগের জন্য চেষ্টা করছি।’



banner close
banner close