শুক্রবার

২৬ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

এইচএমপিভি ছড়িয়ে পড়া রোধে সতর্কাবস্থায় ভোমরা স্থলবন্দর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৫ ১০:৪২

শেয়ার

এইচএমপিভি ছড়িয়ে পড়া রোধে সতর্কাবস্থায় ভোমরা স্থলবন্দর
ছবি: সংগৃহীত

চীন ও ভারত থেকে ছড়িয়ে পড়া হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) ছড়িয়ে পড়া রোধে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্টে সতর্কাবস্থা জারি করা হয়েছে।

শনিবার থেকে স্থলবন্দরে মেডিকেল ক্যাম্প স্থাপন করে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে একটি বিশেষ মেডিকেল টিম।

ভারত থেকে আসা যাত্রী ও পণ্যবাহী ট্রাকচালক ও হেল্পারদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। যাত্রীদের হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। কারও তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি পাওয়া গেলে তাকে আলাদা করে কোয়ারেন্টাইনে পাঠানোর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

ইমিগ্রেশনের পক্ষ থেকে পাসপোর্টধারী যাত্রীদের মাস্ক ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে এবং সংক্রমণ প্রতিরোধে অন্যান্য সচেতনতামূলক বার্তা প্রচার করা হচ্ছে। ভারত থেকে আসা আমদানিকৃত পণ্যের চালান এবং চালক-হেল্পারদেরও এই প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।

ভোমরা স্থলবন্দরের মেডিকেল টিমের ইনচার্জ এবং সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসের স্বাস্থ্য পরিদর্শক ডা. আব্দুস শহিদ বলেন, ‘নতুন ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ভোমরা স্থলবন্দরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ চলছে। ভারত থেকে আসা সব যাত্রী এবং পণ্যবাহী ট্রাকচালকদের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ভাইরাস সংক্রমণ ঠেকাতে এমন উদ্যোগে সাধারণ যাত্রীদের মধ্যেও সন্তোষ দেখা গেছে।’

ভোমরা স্থলবন্দরের এমন উদ্যোগ সংক্রমণ ঠেকাতে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



banner close
banner close