শুক্রবার

২৬ ডিসেম্বর, ২০২৫ ১০ পৌষ, ১৪৩২

নোয়াখালীর হকার্স মার্কেটে লাগা আগুনে পুড়লো কোটি টাকার মালামাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৫ ১০:১৪

শেয়ার

নোয়াখালীর হকার্স মার্কেটে লাগা আগুনে পুড়লো কোটি টাকার মালামাল
ছবি: সংগৃহীত

নোয়াখালীর জেলা শহর মাইজদীর হকার্স মার্কেটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২০টি দোকান।

প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

শনিবার রাত ১১টা ৩৫ মিনিট থেকে শুরু হওয়া এ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসে রাত দেড়টার দিকে। তবে পুরোপুরি নির্বাপণ হয় ভোর সাড়ে ৪টার দিকে।

রণজিৎ নামের একজন ব্যবসায়ী বলেন, ‘আগুনের সূত্রপাত নিয়ে ধূম্রজাল তৈরি হয়েছে। তবে বেশিরভাগেরই ধারণা ফেন্সী প্রেসে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। হকার্স মার্কেটের কয়েকটি দোকান ও লাকী স্টোরসহ বিভিন্ন দোকান পুড়ে গেছে। ২ ঘণ্টার আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২০টি দোকান।

তিনি আরও বলেন, ‘এই আগুনে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।’

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফরিদ আহমেদ বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরবর্তীতে ফেনীসহ ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিটের প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পুরোপুরি নির্বাপণ করতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে। বড় বড় ১২টি দোকান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান ফরিদ আহমেদ।



banner close
banner close